Logo
×

Follow Us

কবিতা

শ্মশান ঠাকুরের কবিতা

Icon

শ্মশান ঠাকুর

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ১৬:৪৮

শ্মশান ঠাকুরের কবিতা

গ্রাফিক্স: সাম্প্রতিক দেশকাল

তুমি জন্মের আগে

পৃথিবীর সমস্ত সম্পদ, ভূমি বণ্টন করে নিয়েছে,
লুটের সম্পদ রক্ষায় স্তরময় সামরিক ঘোড়া
উলঙ্গ আদর্শ রক্ষায় বিচার, ধর্ম
আর রাষ্ট্র তামাশা।

তুমি জন্মের আগেই ভাগ হয়ে গেছে:
চুমু, প্রেম, পরিবার, এমনকি ঈশ্বর।

মনে রেখো,
খাদ্য এবং খাদক ছাড়া এ নাটকে
আর কোনো অভিনেতা নেই।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫