
প্রতীকী ছবি
যারা অভিযুক্ত
এবং যারা অভিযোগকারী
আপনাদের স্বাগত
জানাচ্ছি
আসুন আপনাদের
অভিযোগসমূহ শোনা যাক
কী কী অভিযোগ
আপনারা করতে পারেন-
ভ্রুণ হত্যার
অভিযোগ অথবা প্রেমিকাকে অতিক্রম করবার অভিযোগ
হ্যাঁ প্রগাঢ়
চুমু খাওয়ার পর প্রত্যাখ্যান করবার অভিযোগ
এইসব অভিযোগে
আমাকে অভিযুক্ত করতে পারেন
অভিযোগ অবশ্য
সত্য বটে
আসুন সমুদ্রের
ধারে আপনাদের অভিযোগসমূহ শোনা যাক
এইখানে অভিযোগ
শোনবার মোক্ষম একটা সুযোগ আছে
তারপর উত্তল
ঢেউয়ে আমরা না হয় একদিন সেইসব বিষয়ে আলাপ করলাম
তখন না হয় দেখা
যাবে কে কতটা গভীর অপরাধী আর কে কতটা নির্দোষ