Logo
×

Follow Us

কবিতা

অঞ্জলি পিসি

Icon

প্রসূন ভৌমিক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১২:৪২

অঞ্জলি পিসি

সড়কে ছাত্রদের আঁকা চিত্রকর্ম। ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী দেশে ভোর হল পদ্মার ওপারে 
নবীন ছাত্রের দল রক্ত দিয়ে এনেছে সকাল
শিক্ষক, গার্জেন সব হাতে হাত ধরে প্রতিরোধে 
ফ্যাসিস্টের মুখোমুখি, অনাচারে শ্বাসরোধকারী
নৈরাজ্য হয়েছে যেই, ছাত্রযুব নিজেরা প্রহরী
রাত জেগে পাহারায় ঠাকুর মন্দির রক্ষা করে
যত আন্দোলন হল, ভয় হয় সমস্ত সুফল 
কারা পাবে, বিদেশী চক্রান্ত শেষে সিংহাসন কার?

যেখানে মুজিব হন অপশাসনের সুশ্রী ঢাল 
যেখানে শহীদগণ ব্যবহৃত হন অত্যাচারে
সেখানে তো সব মূর্তি দম্ভের প্রতীক, অভ্যুত্থানে
ভেঙে পড়বে জানা কথা, এই পরিণতি অশ্রু হয়ে 
পড়ে দগ্ধ ইতিহাসে, অঞ্জলি পিসির দেশ, পূর্ব
পাকিস্তান, বাংলাদেশে একদা অর্জন চুরমার!

প্রসূন ভৌমিক, কলকাতা

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫