
প্রতীকী ছবি।
গন্তব্য কতদূর- স্বপ্নালু চোখের পাতায় সিলভিয়াপ্লাথ। গোমট অন্ধকার মনের বারান্দায় পাখিদের মেলা, মোবাইল স্ক্রিনে প্রেমিকের বাঁধানো শরীরজুড়ে এলোমেলো চুল, সাদা টি-শার্টের আড়ালে রাখে হাসিমাখা মুখ- সাত মাথার চা পাড়ায় বালকদের মুখগুলো কামনা মুখর হলে আমিও শিহরণ তুলি তোমার পাশে রাখা লাল লাল চোখে...ভেবেছ কি? বৃষ্টিভেজার নির্মম পিপাসায়- গাছদের ছায়া বুঝি অভিষেক টেড হিউজের মুছে ফেলা বুকে রাস্তা বদলের চেষ্টায় পাশে গিয়ে ঘুমায় রাতের নির্জীব অনুভূতি। সামুদ্রিক কাঁকড়া অজস্র চোখের কোণে জমায় ভাবনায় পল্লবিত দৃষ্টি কাজল। নামের সঙ্গে চোখের মিলে আহত কবি ধূলিপড়া স্মৃতির মন্থনে দেখে নেয়- অন্ধজনের চোখ- খানিকটা অভিনয়, খানিকটা সত্য- যেমন রাতের অন্ধকারে টিকটিকিও শব্দের আড়ালে রাখে ক্ষয়ে যাওয়া জীবনের গন্ধি রোমাল।