Logo
×

Follow Us

কবিতা

তানিম কবিরের দুটি কবিতা

Icon

তানিম কবির

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৪

তানিম কবিরের দুটি কবিতা

প্রতীকী ছবি

আয়না ব্লকেড
ঢোক গিলতে নিলেই গলায় আটকে যাচ্ছে রাষ্ট্র
বমনোদ্যত ছোটাছুটিগুলো পাক খাচ্ছে অন্ত্রে
নিষ্ফল উদ্রেকের প্রণিধান আঘাতে পড়ে আছি ছত্রভঙ্গ
ঘটে চলছে আত্ম-অবমাননার অভ্যন্তরীণ রক্তবমি

বাতি নেভানো ঘরের বেসিন থেকে বেসিনে শুধু
ছুটে যাচ্ছি আচম্বিৎ আর ফিরে আসছি তাড়া খেয়ে
অকালমৃতদের বিম্বিত মিছিল ধ্বনিত হচ্ছে আয়নায়
অবরুদ্ধ করে রেখেছে তারা সকল জীবিত চেহারা
                                             ২৯ জুলাই ২৪

ইত্যবসর
আজও আমি কর্মসূচিহীন, প্রতিদিন রাত জাগা ভোর
আজও তবু হই না কারোর, কী এক খেয়ালবশতই
যেন তবু বেঁচে আছি আগে থেকে বেঁচে থাকাকেই
মান্য করে ইগনোর করে কখনো-বা না চেনার মতো
অঙ্গভঙ্গি ছুড়ে দিয়ে আসি খর দিগন্তের দিকে
কী এক মিলিয়ে যাওয়া দেখি শুধু, আত্মবিনাশের
ঢাকঢোল শুনতে পাই যেখানেই পাতি না কেন কান
যত না এ-বিমর্ষতা রাসায়নিক কার্যবিবরণী
তার চেয়ে অধিক কোনো বিদেহী ধ্বনির হস্তক্ষেপ
যদিও তা কী বোঝাতে কী বুঝিয়ে আসে বহুকাল
ভুল যদি ভেঙে যায় সেই ভুলই জোড়া দিতে বসি
                                         ১২ আগস্ট ২৪


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫