Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

মানুষ হয়েছি বলে

Icon

প্রিয়ম মল্লিক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১২:২৭

মানুষ হয়েছি বলে

প্রতীকী ছবি

গরু বা শুয়োর হয়ে জন্ম নিলে ভালো হতো
কেউ হয়তো কেটে খেয়ে নিত,
অথবা বেঁধে রাখত সরল শিকলে
খেতে দিত, সময় মতো জল।

আমার গায়ে কেউ লাঠি চালাত
বা হাটের ভিড়ে চোখ বন্ধ করে করত নিলাম,
জীবনের হিসাব সামান্য, ছোট্ট ও সহজ
মানুষ হয়ে জন্মেছি তাই
কেউ না কেউ চিরদিন শাসন করে যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫