
প্রতীকী ছবি
গরু বা শুয়োর হয়ে জন্ম নিলে ভালো হতো
কেউ হয়তো কেটে খেয়ে নিত,
অথবা বেঁধে রাখত সরল শিকলে
খেতে দিত, সময় মতো জল।
আমার গায়ে কেউ লাঠি চালাত
বা হাটের ভিড়ে চোখ বন্ধ করে করত নিলাম,
জীবনের হিসাব সামান্য, ছোট্ট ও সহজ
মানুষ হয়ে জন্মেছি তাই
কেউ না কেউ চিরদিন শাসন করে যায়।