
প্রতীকী ছবি
হাজারো আহত গল্প আমি কবিতায় রূপ দিয়েছি
যেন তুমি দুঃখ না পাও
জীবনের এই ক্লান্তিমাখা সময়ে কেমন জানি
ঘড় ছাড়া বাউল লাগে নিজেকে আজ-কাল,
দৃষ্টি বরাবর কেবলই
একটা শনের ঘর আর মাটির শান্ত দেওয়ালে টিকটিকির হ্যাঁ হ্যাঁ বলে নোটিফিকেশন,
তবুও আমি চলতে চাই
তোমার হাত ধরে দূরে
যেখানে শুধুই আমাদের গল্প থাকবে জীবনের পাতায় পাতায়!!