
বাবা মানে খোলা আকাশ
তপ্ত রোদে ছায়া
বাবা মানে নিসেব নিকেশ
মুঠোয় লজেন্স পাওয়া।
যে বাবাটা অনেক কঠিন
সে বাবাটাই সব
মিথ্যে বলে মিথ্যেবাদী
মায়ার কলরব।
বাবা মানে অনেকটা রাত
কাজ, কাজ আর কাজ
বাবা মানে ভিড়ের মাঝে
শান্ত-কঠিন হাত।
সব আবদারের পকেট বাবা
তবুও নেই খেদ
ওই পকেটেই রাখেন জমা
আমার যত জেদ।
বাবা মানে উদাস চোখের
না বোঝা এক বই
আচ্ছা বাবা, আমিও যদি
তোমার মতো হই?
নাহ থাক, আমি বরং
এমন ছোটই থাকি
পরে থাকুক একপাশেতে
বড় হওয়া বাকি।
বাবা,আমি তোমার সঙ্গে
দেব না আর আড়ি
তোমার বুকে মুখ ডুবিয়ে
জীবন দেব পাড়ি।