Logo
×

Follow Us

কবিতা

বোতাম

Icon

রওশন রুবী

প্রকাশ: ০৯ জুলাই ২০২০, ১৫:২৫

বোতাম

ছবি: ছাড়পত্র।

তোমার একটি বোতাম দিও;

খোঁড়া পায়ের সকল কষ্ট রেখে দিয়ে

সমুদ্রময় সাঁতার দেব, দেবে বলো বোতাম তোমার?

খুদ কুঁড়োতে পেট ভরেছি চালের স্বাদের তফাত নিতাম,

দেবে একটা বোতাম আমায় মেরুন কিংবা নীল জামাটার?

কাঁটাতারের সব বাধাকে নির্দ্বিধাতে লুটিয়ে দেব

রুদ্র সকল ভূমির পরে;


এই আকাশের স্বাধীনতা পাইয়ে দেব

তোমার কাছে রেখে দেব হিমালয়ের একাগ্রতা, দেবে বলো;

একটাই তো চাইছি বোতাম, পরমাণবিক কেন্দ্রগুলো

আটকে দেব বোতাম এঁটে, শান্তিগুলো তোমার আমার

প্রজাপতির বুকের গোলাপ, এই পৃথিবীর তুথ বাগানে

উড়বে দেখো রঙিন মনে, তোমায় দেব নরম জীবন

বোতাম পেলে, দেবে? দেবে তোমার একটি বোতাম?

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫