Logo
×

Follow Us

কবিতা

খেলা

Icon

পিয়াস মজিদ

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ১৯:৪১

খেলা

আমার ঘুমের ঘাটে
শ্যাওলাস্বপ্ন, পিচ্ছিল পথ,
জলে ভাসা সবুজ আগুন।
উজানের ঘ্রাণেও
তোমার ভাষাস্থগিত বুক;
দাউ দাউ ঢেউয়ের
অনুবাদে অক্ষম
প্রতিবেশী মধুবন।
ভীষণ দাবানল থেকে
অক্ষরে বিছানো বকুলপথে
নগ্ন পবিত্রতার ছড়াছড়ি;
যখন পাপের পুরাণ ছেঁকে তুলি
বিক্ষত আত্মার
অক্ষত অবকাঠামো।

জল আর আগুনের খেলায়
জ্বলে পুড়ে ডুবে গিয়েও
বোঝা দায়
কতটা দাহ্য আমি
ডুবন্ত কতটা!

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫