Logo
×

Follow Us

কবিতা

ধুতুরা ও কালাশনিকভ

Icon

জুয়েল মাজহার

প্রকাশ: ২৯ জুন ২০২১, ১৪:১২

ধুতুরা ও কালাশনিকভ

প্রতীকী ছবি

অনেক উপর থেকে পৃথিবী দেখায় খুব নীল
দেখেছিল আর্মস্ট্রং নভোপথে চন্দ্রযান থেকে।
এইরূপ নীলাভতা আমরা দেখি না, দ্যাখে চিল;
আমাদের চোখ গেছে অদেখায়, চশমায় বেঁকে ।
মৃদঙ্গ ও একতারা গাঢ় শীতে তোমরা বাজালে
ঘরের বাইরে এসে মেঘের ভেতরে আখড়ায়
বকুলগন্ধের পাশে বোষ্টুমির মুখ খুঁজেছিলে;
এখন চাইছ শুধু ধুতুরা ও কালাশনিকভ

ওই যে দশাশ্বমেধ আর মণিকর্ণিকার মাঝে
রম্ভা-ঊরু ফাঁক করে পুণ্যতীর্থে দাঁড়ালেন দেবী;
লতানো শরীরখানি ফ্যাশন-প্যারেডে শোভমান।
ময়ূর-পেখম খোলে।  গমগম রাত্রে ক্যাসিনোয়
ডাইস গড়ালে  চাঁদ গর্দভের কোলে বসে পড়ে;
অন্যদিকে তারা খসে বহ্নিমান চিতায়, কবরে

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫