
প্রতীকী ছবি
টকটকে লাল ইরিথ্রিনা যেন অভিশপ্ত মুখ
যে হারিয়ে গেছে মেঘের ভিতর ক্যাসানোভা হতে চেয়ে
যার চোখে অভিনীত হতো একদিন মরুশহরের ছবি।
একদল উড়ন্ত শকুন সেই মেঘের কিনারে চক্র রচনা করে
এখানে হেমন্তের ছায়া নেমে আসে মৃতদের পুস্তকের ওপর
এখানে সূর্যাস্তে কোনো যৌনঅতৃপ্ত উট
বয়ে নেয় কিম্পুরুষ-
ইরিথ্রিনা, তোমার ইস্তেহার জুড়ে ঝরাপাতা
আর আলো নিভে আসা শব্দ। তুমি স্বপ্নে দেখা
ধুধু পাণ্ডুলিপি,
শিশমহলের ভিতর এক টুকরো চবুতর-