Logo
×

Follow Us

কবিতা

ইরিথ্রিনা

Icon

মজনু শাহ

প্রকাশ: ৩০ জুন ২০২১, ১৩:৪২

ইরিথ্রিনা

প্রতীকী ছবি

টকটকে লাল ইরিথ্রিনা যেন অভিশপ্ত মুখ
যে হারিয়ে গেছে মেঘের ভিতর ক্যাসানোভা হতে চেয়ে
যার চোখে অভিনীত হতো একদিন মরুশহরের ছবি।
একদল উড়ন্ত শকুন সেই মেঘের কিনারে চক্র রচনা করে
এখানে হেমন্তের ছায়া নেমে আসে মৃতদের পুস্তকের ওপর
এখানে সূর্যাস্তে কোনো যৌনঅতৃপ্ত উট
                                 বয়ে নেয় কিম্পুরুষ-

ইরিথ্রিনা, তোমার ইস্তেহার জুড়ে ঝরাপাতা 
আর আলো নিভে আসা শব্দ। তুমি স্বপ্নে দেখা 
ধুধু পাণ্ডুলিপি,
            শিশমহলের ভিতর এক টুকরো চবুতর-

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫