
প্রতীকী ছবি
গ্রীষ্মের চোখ কেবলই তপ্ত কেবলই উত্তপ্ত হয়ে আসে রোদসীর সমস্ত পারিপাট্যে, ওলট আর পালট হয় অস্পষ্টের ঋতুদেহ... কাকেরা আচ্ছন্ন ঘিরে রাখে উক্ত আঁচ, চামড়ার ওপর আঁচ বাড়ে যত তত এক হু হু হাওয়া বয়, এমন আকুলিবিকুলি করে দেয় ভেতর, তাক রোদ, দাঁতের শ্বাপদ কামড়ে কামড়ে ছেনে আসে শুকনা মাঠের শরীর...
দেখো কি প্রকৃতি কি পাখি শুধু তাদেরই রোদ প্রখরী আর প্রবলের যতেক আলোড়ন, কতখানি দূরবর্তী থেকে ডাকবে তুমি? তোমার আত্মার গোলাপে অঙ্কিত হয় না যে একটিও ঘুঘুপাখির ডাগর!