
প্রতীকী ছবি
সোনা রুপা কাহিনি- বেশ তো হলো
তার ফাঁকে মহাজন-এক দঙ্গল
কলহ শেষে, রকমারি বেশে
ভাসিয়ে দিয়েছে অহমিকা মন।
ডাক হরকরা
জানে ভুল ঠিকানা
আকুলিবিকুলি বিরহ প্রহর
ভিড় করে, জমে উঠে থৈ থৈ জলে
তুমি কি সে কাহিনি লেখ, হরকরা বেশে?
আশ্চার্য সে জলে মুখ দেখে রুপাঞ্জলি- চাঁদের তিথি!