Logo
×

Follow Us

কবিতা

তারুণ্যের কবিতা

একসঙ্গে অসংখ্য দুঃখ

Icon

অনন্ত উজ্জ্বল

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ১৫:৫৫

একসঙ্গে অসংখ্য দুঃখ

প্রতীকী ছবি

সোনা রুপা কাহিনি- বেশ তো হলো
তার ফাঁকে মহাজন-এক দঙ্গল
কলহ শেষে, রকমারি বেশে
ভাসিয়ে দিয়েছে অহমিকা মন।

ডাক হরকরা
জানে ভুল ঠিকানা
আকুলিবিকুলি বিরহ প্রহর
ভিড় করে, জমে উঠে থৈ থৈ জলে
তুমি কি সে কাহিনি লেখ, হরকরা বেশে?

আশ্চার্য সে জলে মুখ দেখে রুপাঞ্জলি- চাঁদের তিথি!

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫