
প্রতীকী ছবি
নেহাত ভুলে যেতে হবে শনিরহাট
দলিত সব গোলাপের আশপাশ
যেন বিলীন বাঁশবন, চাঁদের পিঠে চড়েছে কৃষকবাড়ির রোদ
যেখানে আজ উড়ে কামিজের রঙ
কসমিক পাথর
কুলেকুলে বহে গঙ্গা নদীর স্রোত
বরং উত্তর হতে দক্ষিণে
এখন দূর অবসরে কাটে দ্রৌপদীর পিপাসা
সূর্যহীন অন্ধকার।
অতন হয় শৈশবের গান
কেননা নৌকা উৎসবশেষে নিয়ে যায় বালিশের যৌথ নিঃশ্বাস