Logo
×

Follow Us

কবিতা

তারুণ্যের কবিতা

বালিশের যৌথ নিঃশ্বাস

Icon

দিপংকর মারডুক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ১৫:৫০

বালিশের যৌথ নিঃশ্বাস

প্রতীকী ছবি

নেহাত ভুলে যেতে হবে শনিরহাট
দলিত সব গোলাপের আশপাশ
যেন বিলীন বাঁশবন, চাঁদের পিঠে চড়েছে কৃষকবাড়ির রোদ

যেখানে আজ উড়ে কামিজের রঙ
কসমিক পাথর
কুলেকুলে বহে গঙ্গা নদীর স্রোত
বরং উত্তর হতে দক্ষিণে

এখন দূর অবসরে কাটে দ্রৌপদীর পিপাসা
সূর্যহীন অন্ধকার।
অতন হয় শৈশবের গান
কেননা নৌকা উৎসবশেষে নিয়ে যায় বালিশের যৌথ নিঃশ্বাস

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫