
প্রতীকী ছবি
যেহেতু তোমাদের
নাম করে নিয়ে আসি শীতমঞ্জরী, এই-তো
সামান্য দক্ষিণ
কর্নারে ঝরে পড়ার কোলাহলে-
দেখেছি ফুটে
যাওয়া রঞ্জনরশ্মি থেকে শৃঙ্খলিত গাছের আড়াল
কিছুদিন
ধুতরাফুলের অনলে- অথবা প্রকৃত সকালের আশ্রয়ে
সেদিন আর কতদিন
পরে চৌকাঠ পার হয় পাখি ওড়ার কায়দায়
স্নানজলে বসে আছি
শুকনো তমাল ঘন বনে-
এই-তো মনে হলো
তোমাদের হাটবারে শস্যসমাহিত উপদ্রব
ভাবি নদীর কিনারে
অসমাপ্ত শিশুবাগান, থাকবে
মৌ-প্রতঙ্গের চঞ্চলতা
এইসব নিষ্পাপ
সমাগমে ছড়িয়ে পড়বে সবুজ পাতার ভর
তার নামহীন
ডুমুরের শ্রবণে পৌষে রূপান্তরিত হবে ফুলের উৎসব;