Logo
×

Follow Us

কবিতা

আলোটা নিভিয়ে দিলে

Icon

মো. আরিফুল হাসান

প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ১৪:১৪

আলোটা নিভিয়ে দিলে

প্রতীকী ছবি

আলোটা নিভিয়ে দিলে আরও উজ্জ্বল হয়ে ওঠো তুমি
শান্ত রাতের কোনো শাদা গোলাপ পাপড়ি মেলে দেয় 

তখন চাঁদ আর তুমি, তুমি আর চাঁদ হাত ধরে নাচো
জ্যোৎস্না পোহাতে পোহাতে আমিও ক্লান্ত হই, ঈর্ষায় মরি।

চাঁদটা ডুবে গেলে তুমি আরও সুন্দর, ফুলটা ঝরলে আরও
শব্দহীন উপমায় তুমি বড় বেশি কাব্যিক, আরও বেশি চারু।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫