
প্রতীকী ছবি
আলোটা নিভিয়ে দিলে আরও উজ্জ্বল হয়ে ওঠো তুমি
শান্ত রাতের কোনো শাদা গোলাপ পাপড়ি মেলে দেয়
তখন চাঁদ আর তুমি, তুমি আর চাঁদ হাত ধরে নাচো
জ্যোৎস্না পোহাতে পোহাতে আমিও ক্লান্ত হই, ঈর্ষায় মরি।
চাঁদটা ডুবে গেলে তুমি আরও সুন্দর, ফুলটা ঝরলে আরও
শব্দহীন উপমায় তুমি বড় বেশি কাব্যিক, আরও বেশি চারু।