
প্রতীকী ছবি
তুমি আধুনিক কবিতার মতো
জটিলতা হয়ে বসে আছো
আমি তব রহস্য-প্রাচীন
ওই গোধূলিবেলায়
একটা হলুদ
হাঁসের ছানার মতো
উঠানের এদিক থেকে
ওইদিকে দৌড়ে চলে যাই
ক্লিক করে আমি তোমার ছবি তুলি
আলো আমার ভালো লাগে আলো
তাই ভুবন ভরা আলো
আরও একটু বাঁকা হও
সজনী
ব্যাকগ্রাউন্ডে সূর্য বসে
আমার ছবি হইল কালো রে