Logo
×

Follow Us

কবিতা

ফটোগ্রাফি

Icon

কামরুজ্জামান কামু

প্রকাশ: ০১ জুলাই ২০২১, ০৮:২৬

ফটোগ্রাফি

প্রতীকী ছবি

তুমি আধুনিক কবিতার মতো
জটিলতা হয়ে বসে আছো

আমি তব রহস্য-প্রাচীন
ওই গোধূলিবেলায় 
একটা হলুদ

হাঁসের ছানার মতো 
উঠানের এদিক থেকে
ওইদিকে দৌড়ে চলে যাই

ক্লিক করে আমি তোমার ছবি তুলি
আলো আমার ভালো লাগে আলো

তাই ভুবন ভরা আলো
আরও একটু বাঁকা হও 
সজনী 
ব্যাকগ্রাউন্ডে সূর্য বসে
আমার ছবি হইল কালো রে

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫