Logo
×

Follow Us

কবিতা

দেশ ভাগের কবিতা

হিমঘরের মাছ

Icon

বিজয়া মুখোপাধ্যায়

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৪

হিমঘরের মাছ

প্রতীকী ছবি

একদিন রাতে 
পদ্মানদী চুরি হয়ে গেল।
তার সঙ্গে 
গোয়ালন্দ ঢাকা মেল।
তারপাশা খাল নৌকো
বিকেল বিকেল বাড়ি---
সব চুরি গেল।

তখন ভেবেছি বুঝি বাঁচব না

তারপর কতদিন ধরে
ধীরে ধীরে চুরি হল
স্বপ্ন স্মৃতি প্রাণ।

দিব্য বেঁচে আছি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫