
প্রতীকী ছবি
নারী, তোমার কপালে নীল টিপ
বেশ লাগে তোমায়, মোটেও বলছি না ভুল
আকাশের বুকে ক্ষুদ্র বাগান
সেখানে ফোঁটা তুমি এক ফুল।
লম্বা বেনীতে চুল
কানে বাহারি দুল
আহা! বাজিয়ে যাও বাঁশি
ভাসিয়ে দাও মনের দু’কূল।
যে তোমায় করে উপহাস
টিপ নিয়ে হৈ চৈ
সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারী
সে এক হিংস্র মানব তাকে আমি কই।