Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

পরিচয়

Icon

রথো রাফি

প্রকাশ: ০৯ মে ২০২২, ১৫:১০

পরিচয়

প্রতীকী ছবি

.
মানুষ প্রথমে নিজেদের পরিচয় নির্ধারণ করে।
এরপর ভিন্ন পরিচয়ের মানুষ
আবিস্কার ও সৃষ্টি করে চলে!

.
এরপর একদিন ভিন পরিচয়ের মানুষের
রক্তপান করে আর উল্লাস করে!
অথবা নিজেই ভিন পরিচয়ের মানুষের
করুণ ও নীল শিকারে পরিণত হয়!

.
মানুষ সীমা নির্ধারণ করে। এরপর
সীমা-অতিক্রমকারীকে খোঁজে আর হত্যা করে।
কিংবা সীমার বাইরের সে সীমা ধ্বংস
করে আপন ভুগোল গড়ে নিতে চায়
আর সীমার ভেতরের মানুষগুলোকে
ধ্বংস করে চলে দিনরাত কিংবা উপহার দেয়
বড়জোর অনুগত দাসের জীবন।

.
আর আপন ভুগোল মানে, শত্রু ভুগোল থেকেই যায়।

.
দুঃখের আর শোকের সুর বেজে চলে পৃথিবীর বুকে।
কখনও থামে না। পরিচয় যেনো চেতনাকে 

.
স্পষ্টতা দিতে গিয়ে ধ্বংসও করে দেয় একদিন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫