
প্রতীকী ছবি
১.
তোমাকে
দুপুরে বাগানের সংক্ষিপ্ত প্রতিধ্বনি মনে হয়
কখনো বা মনে হয় স্বাভাবিক মৃত্যুর মতো
স্বাভাবিক
২.
এতই সহজ তোমাকে ভালোবাসা,
যে মনে হয় এই প্রেম যথার্থ নয়
প্রেম নয়—
শহর থেকে বাড়ি ফিরবার সুবিধেজনক পথ।
প্রতীকী ছবি
১.
তোমাকে
দুপুরে বাগানের সংক্ষিপ্ত প্রতিধ্বনি মনে হয়
কখনো বা মনে হয় স্বাভাবিক মৃত্যুর মতো
স্বাভাবিক
২.
এতই সহজ তোমাকে ভালোবাসা,
যে মনে হয় এই প্রেম যথার্থ নয়
প্রেম নয়—
শহর থেকে বাড়ি ফিরবার সুবিধেজনক পথ।