Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

চোখ সংক্রান্ত কবিতা

Icon

গোলাম রববানী

প্রকাশ: ১১ জুন ২০২২, ১৫:৪৬

চোখ সংক্রান্ত কবিতা

প্রতীকী ছবি

এক.
চোখ যতটা না দেখে তারচেয়ে শতগুণ কথা বলে

দুই.
সাগরের জল যতটা না লোনা
বলো তো অশ্রুজল তারচেয়ে কম বা কিসে

তিন.
যতটা না চোখ সুন্দর প্রকৃতি ঠিক ততটা সুন্দর 

চার.
তুমি আলো না-কী কালো কে বুঝিতে পারে আর ভালো।
তুমি কী এশিয়া না-কী ওশেনিয়া?
চক্ষুকাব্য ছাড়া দ্বিতীয়ত ভালো কেউ-ই বোঝে না।
তুমি যদি হও মারিয়ানা খাত কিংবা চিরহিমালয়
চক্ষু আমি তুমিতো চক্ষুর চেয়ে বড় কিছু নও...

পাঁচ.
তুমি ঐতিহাসিক নয়তো আধুনিক কোনো কাব্য
আমি তো ভালো বুঝি না
হতে পারো গদ্য-পদ্য কিংবা মহাকাব্য গাঁথা
তাও তো আমি ভালো বুঝি না, শুধু বুঝি চক্ষুকাব্য

ছয়.
তুমি ভালোবাসো অর্থ আর আমি বাসি ভালো নেত্র

সাত.
তুমি তো থাকো না শত কোটি আলোকবর্ষ দূরে
তবু তোমাকেই তো খুঁজে ফিরি আমি আমার অন্তরচক্ষু দিয়ে

আট.
তুমি হতে পারো রূপসী বাংলার রাঙারঙধনু জলপরী
বলো তো তারচেয়ে তুমি আর কত টা দামী
চক্ষুর চেয়ে দামী ত্রিভুবনে আর কিছুই নাই
যদি থাকে তবে তা শুধুই শুভঙ্করের বিরাট ফাঁকি 

নয়.
যত টা না অন্তর নরম ঠিক ততটা চক্ষু নরম

দশ.
তাজমহল অতোটা আকর্ষণীয় হতে পারে না
টানে না দিলকলিজা পৃথিবীর সপ্তাশ্চর্যেরও কাছে
যদি গো নাই-বা থাকে হৃদয়ের নির্মল আয়না

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫