Logo
×

Follow Us

কবিতা

পুনরাবৃত্ত গল্পেরা

Icon

সাদিকা রুমন

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ১৪:৪৮

পুনরাবৃত্ত গল্পেরা

প্রতীকী ছবি

অমল মুগ্ধতা মরে যায়,
শিশুতোষ চোখ ম্লান হয়ে এলে
বিস্ময় মিলিয়ে যায় বিনা কলরবে।

মানুষ বিস্মিত হতে চেয়ে তবু
দান বদলের জারিজুরি রপ্ত করে
এপিঠ-ওপিঠ বদলে
উনুনের পাশে হাত রাখে নানান কায়দায়
সময়ের রুলটানা খাতায় মানুষ কেবল
পুনরাবৃত্ত বর্ণমালাই লিখে চলে
নতুনত্বের অনিপুণ ভানে।
মুগ্ধ হতে চেয়ে তারা অজ্ঞাত আকাশে
ওড়ায় পাংশুটে চোখ
পুনরাবৃত্ত সবই
তুমি-আমি-ওরা
ভিন্ন পিরান জড়িয়ে বলে ফেলা গল্পের
শব্দ-বাক্যে হেঁটে চলি মলাটবন্দি!
কখনো দু-দণ্ড থেমে ঊর্ধ্বমুখী হয়ে ভাবি,
আকাশে কি চোখ লেখা থাকে!
সে গল্পও বলে ফেলা, পৃথিবীর মতোই প্রাচীন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫