
প্রতীকী ছবি
মাঝরাত্রিতে শুনি বৃষ্টির গান
টিনের চালে অবিরাম টুপটাপ
টুপটাপ
টুপটাপ মিউজিক
ঘুমিয়ে পড়েছে রাত, চাঁদ-তারা
ঘুমিয়ে পড়েছে স্বজন-পরিবেশ
শুধু ঘুমায না আমার পোড়া দুচোখ
রাত্রির আঁধারে কেবল ভেসে ভেসে আসে কান্নার ধ্বনি
যেন সমগ্র নভোমণ্ডল জুড়ে
শুনেছে কান সারাটারাত নৈঃশব্দ্যের ভিতর
মাঝরাত্রিতে থমকে যাই আমার আমি
মাঝে মাঝে নিজেই নিজেকে চিনি না আর...