Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

মাঝরাত্রিতে শুনি

Icon

রুদ্র সাহাদাৎ

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৪

মাঝরাত্রিতে শুনি

প্রতীকী ছবি

মাঝরাত্রিতে শুনি বৃষ্টির গান 
টিনের চালে অবিরাম টুপটাপ 
টুপটাপ

টুপটাপ মিউজিক 
ঘুমিয়ে পড়েছে রাত, চাঁদ-তারা 
ঘুমিয়ে পড়েছে স্বজন-পরিবেশ
শুধু ঘুমায না আমার পোড়া দুচোখ 
রাত্রির আঁধারে কেবল ভেসে ভেসে আসে কান্নার ধ্বনি 
যেন সমগ্র নভোমণ্ডল জুড়ে 
শুনেছে কান সারাটারাত নৈঃশব্দ্যের ভিতর
মাঝরাত্রিতে থমকে যাই আমার আমি 
মাঝে মাঝে নিজেই নিজেকে চিনি না আর...

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫