Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

জোনাকপুর

Icon

তুষার কর

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ১৮:৩৫

জোনাকপুর

প্রতীকী ছবি

শহর ছেড়ে শেষ সীমানা, দূর সে বহুদূর
ডাকছে পাখি, নীল জোনাকি, আয়রে জোনাকপুর।
বন-বনানীর শ্যামলছায়া, জোনাকিদের বাড়ি
পুরো একটি দিন লেগে যায়, পথটি দিতে পাড়ি।

উলুর ঝোপে, কেয়ার বনে, মিলে-মিশে থাকে
কুয়াশা তাই হাতখানি তার চিরলপাতায় রাখে।
গভীর রাতে আকাশ থেকে পড়লে ঝরে তারা
মাটির বুকের মানিককে চায়, হয় না গৃহহারা।
মাঠ ঝিকমিক, ঘাট ঝিকমিক, পথে ছবি আঁকা
ভয় তাড়িয়ে, পা বাড়িয়ে, পথিক চলে একা।
নদীর গল্প জোনাকিরা-ঘাটের কাছে শোনে
কে যে তখন বাজায় বাঁশি একলা ঘরের কোণে।

‘ও জোনাকি’ গানটা নিয়ে রবীন্দ্রনাথ এসে
অপরূপের রূপকে দেখে থাকেন ভালোবেসে।
সকল ভালো, ছড়ায় আলো, কাছে এবং দূরে
ছোট্ট ডানার আলোর পাখির, ধন্য জীবন ওরে।

তোমরা এসো জোনাকপুরে, জ্বালিয়ে নিজের আলো
বড়রা সব বলবে আবার, ছোটরা খুব ভালো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫