ক্লান্ত শরীর তোমার পাশে রেখে ঘুমিয়ে পড়ি- গহীন রাত ঘুমিয়ে গেলে
ভাষা ওঠে জেগে... কবিতার ভাষা বুকের জমিনে ধড়ফড়িয়ে ওঠে আর
সেখানে রাখালের কিছু স্মৃতির বিহ্বলতা বেয়ে কবে জানি ভাষা এসেছে
নেবে- এই বাংলায়... বাঁশরী এক অন্ধ যাজকের ভাষা কাঁদিয়ে দেয়
বধিরবালিকা মন।
আমার কাছে প্রিয় দাদুর ভাষা- একরত্তি স্বর্ণালংকার কিংবা বিছামারি
বিলের বিলকাঁপানো শোল- কাছিম কাকা বিলের ধারে- চষে, বাণে
ভাসা ভূই-লাঙল বেয়ে উঠে আসে- রক্তে ভাসা বাংলাদেশ...
বাংলাদেশ মানে- রক্তে নিমজ্জিত রাজপথ... ভাষা মানে তুমি আর রঙিন
শার্ট- লেপ্টে থাকা আমার শরীর...
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বঙ্গ রাখাল কবি কবিতা রাজপথ
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh