আবু সাইদ
রাজপথে বুক উঁচু করে একা দাঁড়িয়ে মুক্তিকামী মানুষের চিৎকার
দূর হোক
কোটা পদ্ধতি -দূর হোক স্বৈরাচার
শ্লোগানে
শ্লোগানে মুখরিত চৌদিক
স্বাধীন
রাষ্ট্র অধিকারহীন -গণতন্ত্র বন্দী আয়নাঘর
মানুষের
মুখে তালা বুকজুড়ে জ্বালা
আকস্মিক
জ্বলে ওঠে আবু সাইদ
ফিরে
দাও আমার স্বাধীনতা -ফিরে দাও আমার অধিকার...
কৃষক
বাবার চোখে জল
রুদ্র
সাহাদাৎ
শূন্য
পকেট আরও শূন্যতায় ঘেরা
কৃষক
বাবার চোখে জল-
জমি বাড়িঘর
বন্ধক - হাসে মহাজন
সন্তান
পাইনি চাকরি আজও
যৌথ হাসে
জোড়া জোড়া চোখ...
ক্লান্তিহীন ভালোবাসা
তোমাকে
চাই ক্লান্তিহীন ভালোবাসা
সোনালী
সকাল,তপ্ত দুপুর,গোধূলি বিকেল
তোমাকে
চাই
রাতদুপুর
বাজে নুপুর
জলে ভিতর
তোমাকে দেখি
দেখি
আকাশজুড়ে,দেখি বিলবোর্ড সাইনবোর্ড
ব্যানারে
ব্যানারে -তুমি কোথায়
পাহাড়ের
চূড়ায় তোমাকে দেখি
দেখি
বৃক্ষলতা পাতার মাঝে
দেখি
স্বয়নে স্বপ্নে ঘুমচোখে -ঘুমে ঘুমে
ধোঁয়ায় উড়ে যায় স্বপ্ন
আবালবৃদ্ধবনিতার
পদচিহ্ন রাজপথজুড়ে
শ্লোগানে
মুখরিত চৌদিক
একদিকে
বন্দুক কামান মেশিনগান
অপরদিক
- আমজনতা
টাস টাস
টাস শব্দে হারিয়ে যায় স্বজন
শাদা আর কালো ধোঁয়ায় উড়ে যায় স্বপ্ন…
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কবিতা
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh