Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

আজ তোমার জন্মদিন

Icon

নাজমুল হক লাকি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৬

আজ তোমার জন্মদিন

প্রতীকী ছবি।

হঠাৎ ডানা ঝাপটানো, রাতজাগা পাখি
একাকী নিঃসঙ্গ রাতকে চমকে দিয়ে
ঘোষণা করে আজ তোমার জন্মদিন।
শিউলি ফুলে জড়িয়ে থাকা
শরতের প্রথম শিশিরবিন্দু জানায়
আজ তোমার জন্মদিন।

আঁধার ছোঁয়া ভোরে
লেবু গাছের ডালে বসে
দোয়েল পাখি শিস দিয়ে শোনালো
তোমার জন্মদিনের গান।
শুভ্র  প্রেমের আল্পনা এঁকে সাদা মেঘ
জানিয়ে গেল আজ তার জন্মদিন,
যার চোখরে অলৌকিক আলোয়
অনুভূতি বদলে যায় হাজার রঙে...

 

পাখিরা র্সূযরে আবির মেখে ডানায়
হৃদয়ে অজস্র সঙ্গীতের গুঞ্জরণ তুলে
নীল খামে পৌঁছে দিল,
তোমার জন্মদিনের বার্তা।


নক্ষতত্রের রহস্যময় রাত
পূর্ণিমার রূপালি চাঁদ
তোমার শরীরের গন্ধমাখা
একটা পুরো বিকেল
গোধূলি রাঙা চুলের আভায়-
সব ইচ্ছে স্বপ্নচূড়ায় পৌঁছে
সমস্বরে গেয়ে ওঠে সেই গান
আজ তোমার জন্মদিন।
তোমার দ্যুতমিয় মুখের আলোয়
হাসছে আজকের মিষ্টি সকাল।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫