জলের কল্লোল অর্বাচীন নৃত্যে ঢুকে পড়ে
সবু কার্পেটে মোড়ানো পরিপাটি অন্তঃপুরে।
হাওয়ার জানালাগুলো ডুবে যায় পলকে
জীবন সঞ্চারী জলের এ কেমন রুদ্ররূপ!
অথচ তৃষ্ণার্ত ঠোঁটে নিত্য চাতক হয়ে উঠি
আকণ্ঠ ডুবাই এর নির্মল কোমল সুধায়।
কতটা ভালোবাসা নিয়ে
ভোরের শিশিরে ভিজে উৎসুক ঘাসফুল,
কতটা ভালোবাসা নিয়ে
বৃষ্টির শিঞ্জনে মেতে ওঠে এ ধরার প্রকৃতি,
তার খবর কী এ জলের আগ্রাসন জানে?
বানভাসি শিশুর চোখে নৈঃশব্দ্য আতংক!
স্বপ্ন দেখার আগেই যে নিষ্পাপ চোখগুলো
উজানের ঢলে হলো একেবারে নিরুদ্দেশ,
ঐ প্রাণগুলো ঘুনাক্ষরেও জানলো না
এ পৃথিবীতে জলের বুকেও প্রেম আছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh