Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

আগ্রাসি জলের রুদ্ররূপ

Icon

জহিরুল হক বিদ্যুৎ

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৮

আগ্রাসি জলের রুদ্ররূপ

প্রতীকী ছবি।

জলের কল্লোল অর্বাচীন নৃত্যে ঢুকে পড়ে

সবু কার্পেটে মোড়ানো পরিপাটি অন্তঃপুরে।

হাওয়ার জানালাগুলো ডুবে যায় পলকে

জীবন সঞ্চারী জলের এ কেমন রুদ্ররূপ!

অথচ তৃষ্ণার্ত ঠোঁটে নিত্য চাতক হয়ে উঠি

আকণ্ঠ ডুবাই এর নির্মল কোমল সুধায়।

কতটা ভালোবাসা নিয়ে

ভোরের শিশিরে ভিজে উৎসুক ঘাসফুল,

কতটা ভালোবাসা নিয়ে

বৃষ্টির শিঞ্জনে মেতে ওঠে এ ধরার প্রকৃতি,

তার খবর কী এ জলের আগ্রাসন জানে?

বানভাসি শিশুর চোখে নৈঃশব্দ্য আতংক!

স্বপ্ন দেখার আগেই যে নিষ্পাপ চোখগুলো

উজানের ঢলে হলো একেবারে নিরুদ্দেশ,

ঐ প্রাণগুলো ঘুনাক্ষরেও জানলো না

এ পৃথিবীতে জলের বুকেও প্রেম আছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫