
প্রতীকী ছবি
মানুষ স্বাধীন হোক নিজস্ব সত্তার মতো,
প্রতিকূল পৃথিবী, রাজ্যের বাধা
প্রিয় মানুষের স্নেহ বন্ধনও ছিঁড়ে যাক।
শুধু নিজের মনের শাসন ছাড়া সকল অপশাসনের
জটিল বাঁধন খুলে মানুষ স্বাধীন হোক...
নিজস্ব শক্তি থেকে একবার বলে উঠুক-
আমার কোনো বন্ধন নেই!
মৃত্যুর আগেই একবার বলে উঠুক-
স্বাধীন সত্তার মতো সুখ কিছু নেই!