Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

খিদেয় লাশের মুখ

Icon

অমল বিশ্বাস

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৯:২১

খিদেয় লাশের মুখ

প্রতীকী ছবি

অভাবে নষ্ট হচ্ছি পেট রুদ্ধ ক’রে কতক্ষণ ভালো থাকা যায়!
রাত্রিতে বের হচ্ছি রাজপথ থেকে গলির অভিমুখে
দুধভরতি রমণীর দুধ চুষে খাচ্ছি চুষে খাচ্ছি রাস্তায় বে-ওয়ারিশ কুত্তার দুধ

ওরা কিছু বলছে না, সাপ থেকে শুরু ক’রে কাক-শকুনের ডিম খাচ্ছি
ওদের ভেতরে তখন দীর্ঘশ্বাস! অথচ কী অদ্ভুত কাণ্ড,
ভিক্ষে চাইতে গেলে ধনকুবেরের দল লাথি মেরে ছুড়ে ফেলছে
থালা বলছে- কাজ করে খা

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫