Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

কৃষ্ণপক্ষের চাঁদের দীর্ঘশ্বাস

Icon

রেহানা বীথি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২

কৃষ্ণপক্ষের চাঁদের দীর্ঘশ্বাস

প্রতীকী ছবি

আয়ুর অধিক
দীর্ঘ হয় প্রার্থনার কাল
ঝরে পড়ে চোখের ফুল
মাটির চাদরে 

তুমি কেমন আছ?
প্রশ্নে প্রশ্নে ওড়ে প্রজাপতি
উড়তে উড়তে ডানা ভেঙে যায়
উড়তে উড়তে ধূসর হয় সমস্ত রঙিন 

গাঢ় প্রেমে অন্ধকার হয় একমুঠো আকাশ
তুমি,  ভালো আছ তো?
কেঁপে ওঠে রাতের বাতাস
ঘুম আসে না
জেগে থাকে কৃষ্ণপক্ষেরক্ষ
চাঁদের দীর্ঘশ্বাস...

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫