Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

কোথাও গন্তব্য নেই

Icon

হাদিউল ইসলাম

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১৫:১৮

কোথাও গন্তব্য নেই

প্রতীকী ছবি

প্রশস্ত পাকা রাস্তায় দুপুরে দাঁড়িয়ে
পথ ভুলে গেছে
অদূরে ঠিকানা মুছে যাওয়া হাত নাড়ছে- 
অনর্থ কলাপাতা, বিজ্ঞাপনের ছেঁড়া প্যানা-
শহরের ত্যাদড় গলিতে

কোথাও গন্তব্য নেই
তবু গন্তব্য গন্তব্য বলে চিৎকার করছে
ঘরবন্দি বারোভাজা আত্মভোলা অরব জীবন

প্রশস্ত রাস্তায় কিলবিল করছে ব্যস্ততা
অনন্ত প্রবাহে ফুটছে ঝরছে কত না মাথুর
ঠিকানা শিখবার পাঠশালায় পড়ে আছে
কতিপয় নষ্ট চোখ, কাঠের গুঁড়ির মতো দেহ

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫