
প্রতীকী ছবি
প্রশস্ত পাকা রাস্তায় দুপুরে দাঁড়িয়ে
পথ ভুলে গেছে
অদূরে ঠিকানা মুছে যাওয়া হাত নাড়ছে-
অনর্থ কলাপাতা, বিজ্ঞাপনের ছেঁড়া প্যানা-
শহরের ত্যাদড় গলিতে
কোথাও গন্তব্য নেই
তবু গন্তব্য গন্তব্য বলে চিৎকার করছে
ঘরবন্দি বারোভাজা আত্মভোলা অরব জীবন
প্রশস্ত রাস্তায় কিলবিল করছে ব্যস্ততা
অনন্ত প্রবাহে ফুটছে ঝরছে কত না মাথুর
ঠিকানা শিখবার পাঠশালায় পড়ে আছে
কতিপয় নষ্ট চোখ, কাঠের গুঁড়ির মতো দেহ