Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

বিধাতার হাত

Icon

তারা সাংমা

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৬:১৪

বিধাতার হাত

প্রতীকী ছবি

মেয়েটার কপালজুড়ে আঁকিবুকি করে গেছে বিধাতা।
স্রোতস্বিনী নদীর বাঁক, ধুলো-বালি মাখা পথ,
শুধু আঁকেনি পথের সীমানার কোনো রেখা।

মেয়েটার কপালজুড়ে আঁকিবুকি করে গেছে বিধাতা।
উৎসব শেষে বড় অবহেলায় পড়ে থাকা খাঁখাঁ মাঠ,
ভাঙা বাঁশের বাঁশরী, শূন্য পড়ে থাকা খেয়াঘাট,
যেন ঠিক মেয়েটির জীবনের বাঁক।

কপালজুড়ে আঁকিবুকি করে গেছে বিধাতা।
অজস্র পায়ের চিহ্ন, দলিত হলুদ ঘাসের বর্ণ,
আঁকেনি কোথাও নির্মল প্রশান্তির কোনো অরণ্য।
মেয়েটার কপালজুড়ে আঁকিবুকি করে গেছে বিধাতা

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫