
প্রতীকী ছবি
শতকণ্ঠে একটা শোকগীতি টেনে টেনে
আমরা নামাতে চাইছি এক শূন্য শুঁড়িখানায়
হ্যাংওভারে ঝুলন্ত মাথা নিয়ে যারা চলে গেছে-
তাদের হারানো বেদনা খুঁজতে গিয়ে
ডগস্কোয়াড ফিরে আসছে বারবার
মুখে পরিত্যক্ত জীবনের বিবিধ ফসিল
শূন্য শুঁড়িখানা, হাঁখোলা দরোজা
কেবল মাথায় সেই শুঁড়িখানা উজ্জ্বল ধামাকা
এখানেও মেহের আলি? ‘তফাত যাও
তফাত যাও, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়।’