কোন কোন অবদান মানুষ অস্বীকার করবে

তোমরা আমার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
মনে পড়ে, পিতার কণ্ঠে সুরেলা তেলাওয়াত শুনে
আমার ভাঙত প্রভাতের ঘুম
বিছানা না ছাড়লে তখন মায়ের হাত থেকে পিঠে পড়ত ভাদরের তাল- ধুম!

স্রষ্টার অবদানের কথা আমি তখনো জানতাম না
কিন্তু গরিব পিতা-মাতার অবদানের কথা মানতাম।
আমায় জীবন দিয়েছেন তারা, স্নেহ দিয়েছেন
লালন-পালন করেছেন আর অন্ন জুগিয়েছেন।
অনেকেই জানে না জাতির জন্য  আপনাদের কী কী অবদান রাখতে হয়
আপনাদের অবদান জানা সাধারণ মানুষের সাধ্য নয়।
সাধারণ মানুষের কায়ক্লেশেই বেঁচে থাকতে হয়
কোনো রকমে পেট চালাতে হয়
সন্তান বাঁচিয়ে রাখতে হয়
তাদের জানার কথা নয়
সামান্য নুন আর ডালেও এখন কর দিতে হয়
তারা জানে না দীর্ঘশ্বাস কেন ফেলতে হয়
জানে না কী করে দেশ চলে
কাদের রাষ্ট্র চালাতে হয়
এসব কেবল উপর মহলের ভাবনার বিষয়।
সাধারণ মানুষ নিয়ে আপনাদের খুব দুশ্চিন্তা হয়
সারাজীবন তাদের কথা ভাবতে হয়
কী করে রাষ্ট্র শাসন করতে হয়
এসব কিছু আপামর মানুষের জানার কথা নয়।
আপনাদের জন্য রাষ্ট্রকেই ভাবতে হয়
ভাবতে হয় অবসর জীবনে কী করে আরামে রাখতে হয়
অক্লান্তকর্মা জীবন শেষে আপনাদের আয়েসি জীবন নিশ্চিত করতে হয়
আপনাদের অসামান্য অবদানের জন্য রাষ্ট্রকে তাই উপঢৌকনের কথা ভাবতে হয়
আপনারা দেশের জন্য কত অবদানই না রাখেন
সেই অসামান্য অবদানের কথা গোপনই রাখেন
অসামান্য অবদান জানে অসামান্য ক্ষমতাধর মানুষ
সাধারণ মানুষ সহসা দেখতে পেয়ে হয়ে যায় বেহুঁশ!
আপনাদের অবদানের জন্য চাই শত শত কোটি টাকা আর সমদামের ভূমি
আপনাদের মিটবে সফল জীবনের সাধ
গড়ে উঠবে কেতাবে উল্লিখিত সুরম্য প্রাসাদ
যার চূড়া থাকবে আকাশচুমি
আর সাধারণ মানুষের চাই কেবল সাড়ে তিন হাত মূল্যহীন ভূমি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh