কবি হেলাল হাফিজ আন্দোলন-সংগ্রামের প্রেরণা: আবুল কাসেম ফজলুল হক

প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের কথা স্মরণ করে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, “কবি হেলাল হাফিজ আন্দোলন-সংগ্রামের প্রেরণা, তাঁর কবিতা আশাবাদের।”

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর শ্যামলীতে বেসরকারি উন্নয়ন সংস্থা সিদীপের মোহাম্মদ ইয়াহিয়া মিলনায়তনে ‘শিক্ষালোক’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি। 

বর্ষিয়ান এই অধ্যাপক আরও বলেন, “হেলাল হাফিজের সব লেখা একত্রিত করা ও তা নিয়ে কাজ করা প্রয়োজন।”

কবি হেলাল হাফিজ বিংশ শতাব্দীর শেষাংশে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। তার কবিতা সংকলন ‘যে জলে আগুন জ্বলে’ ১৯৮৬ সালে প্রকাশিত হওয়ার পর ৩৩টিরও বেশি সংস্করণ প্রকাশিত হয়েছে। ২৬ বছর পর ২০১২ সালে আসে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা ‘একাত্তর’।

তার অন্যতম জনপ্রিয় কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’। এ কবিতার দুটি পঙ্‌ক্তি ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ কবিতাপ্রেমী ও সাধারণ পাঠকের মুখে মুখে উচ্চারিত হয়ে থাকে।

অনুষ্ঠানে হেলাল হাফিজকে নিয়ে আরও আলোচনা করেন সাম্প্রতিক দেশকাল পত্রিকার সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ এবং সাংবাদিক ও লেখক আমীন আল রশীদ। 

অনুষ্ঠানের শুরুতে হেলাল হাফিজের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কবির ‘একটি পতাকা পেলে’ কবিতাটি আবৃত্তি করেন মিঠুন দেব এবং তাকে নিয়ে লেখা অসীম সরকারের একটি কবিতা পড়েন মাহবুব উল আলম। 

অনুষ্ঠানের সভাপতি সিদীপের ভাইস চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া বাংলাদেশের সংগ্রামী তরুণ-যুবকদের উপর হেলাল হাফিজের কবিতার প্রভাবের কথা উল্লেখ করেন। 

অনুষ্ঠানটি সঞ্চালন করেন শিক্ষালোকের নির্বাহী সম্পাদক আলমগীর খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদীপ প্রধান কার্যালয়ের সকল কর্মীসহ লেখক, শিল্পী ও উন্নয়নকর্মীগণ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh