তার ছায়া, তার পিছন পিছন...
হাত দিয়ে হাত ধরা যায়;
মাটিতে ছায়ার ছাপ— অন্ধকারে নীরব চিহ্ন।
শূন্য গোলক,
ফুসফুসে সুচের ঘা—
রাত বাড়লে, বাড়ে ইঁদুর খেলা...
মনে ধূপ-আগুন, ঘোমট ছাপা ছাই;
নিজে পুড়ে পুড়ে সুগন্ধি বিলায়।
অন্ধকার শূন্যতার পথে
লম্বা যাত্রা
সময় অন্ত্যমিল...
হাত নিয়ে যায় হাতের কাছে,
হৃদয় ছোঁয়া বড় দায়!
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শূন্যতায় পথ হাঁটা রিপন বর্মন কবিতা সাহিত্য
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh