আমার নাবিক

রাত এসেছে চাঁদের ওপর বসে
সঙ্গে ছিল ঠান্ডা হাওয়ার দোলা;
পথ চলতে জানো বলেই তুমি
শিরীষ পাতা নিচ্ছে তোমার পিছু।

যখন এলো শহরজুড়ে খরা
দ্বিধার জগৎ পুড়ে কেবল মরে;
সোনার গাঙে বান ডেকেছ তুমি
কালো গোলাপ চুমু হয়ে ওঠে।

আমার খোঁপায় রাত দিয়েছ যখন;
জীবন কেন মান ভাঙেনি আগে?
মান ভাঙাতে চাঁদের জাহাজ ধরে;
এসো তুমি আমার নাবিক হয়ে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh