নিখুঁত হতে গিয়ে মৃত্যুর পাশে বসে থাকি।
বৃক্ষের অদূরে দাঁড়িয়ে দেখি পৃথিবীর তামাশা।
হুটহাট পেরিয়ে যাই পরিকল্পনাহীন ছত্রাকজীবন।
ভাগ্যের ভিন্ন রেখায় দেখি- সন্ধ্যার হাহাকার।
অথচ বিমর্ষ হৃদয় নিয়ে সিলিংয়ে ঝুলে পড়ে সবাই
চমৎকার গন্তব্য- স্বঘোষিত চলে যাওয়া।
তবুও সব ঠিকঠাক- চলে যাচ্ছে দিন,
নিগূঢ় অন্ধকার কিচ্ছু দিচ্ছে না।
তবুও আঠারোতে এসে ভাল্লাগে শ্বাসকষ্ট,
ভাল্লাগে দোজখের আগুনে ঝলসে যেতে।
একদিন টের পাই;
গভীর রাতে মৃত্যুর সাথে খেলতে ভাল্লাগে-
জুয়া খেলি জীবনের সাথে,
তামাশা করি রোজ-
জানি পুড়ে যাব, হয়ে যাব ছাই
তবুও দ্যাখো দ্বিধাহীন নিজেকে জ্বালাই। আমিও মৃত্যুর মতো
প্রত্যয় সাহা
নিখুঁত হতে গিয়ে মৃত্যুর পাশে বসে থাকি।
বৃক্ষের অদূরে দাঁড়িয়ে দেখি পৃথিবীর তামাশা।
হুটহাট পেরিয়ে যাই পরিকল্পনাহীন ছত্রাকজীবন।
ভাগ্যের ভিন্ন রেখায় দেখি- সন্ধ্যার হাহাকার।
অথচ বিমর্ষ হৃদয় নিয়ে সিলিংয়ে ঝুলে পড়ে সবাই
চমৎকার গন্তব্য- স্বঘোষিত চলে যাওয়া।
তবুও সব ঠিকঠাক- চলে যাচ্ছে দিন,
নিগূঢ় অন্ধকার কিচ্ছু দিচ্ছে না।
তবুও আঠারোতে এসে ভাল্লাগে শ্বাসকষ্ট,
ভাল্লাগে দোজখের আগুনে ঝলসে যেতে।
একদিন টের পাই;
গভীর রাতে মৃত্যুর সাথে খেলতে ভাল্লাগে-
জুয়া খেলি জীবনের সাথে,
তামাশা করি রোজ-
জানি পুড়ে যাব, হয়ে যাব ছাই
তবুও দ্যাখো দ্বিধাহীন নিজেকে জ্বালাই।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : আমিও মৃত্যুর মতো প্রত্যয় সাহা কবিতা সাহিত্য
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh