বিষণ্নতার পারদ-হলুদ ছটা বিকেলে,
বনবিহারে আলোক-বিবর্ণ পঙক্তি-
যেন কৃষ্ণকালো চোখ।
রাধিকার প্রেম তখনো কৃষ্ণচূড়ার
মগডালে, মৃত্যু হয়ে দোল খায়
কুটুম পাখির আদরমাখা ডাকে।
আত্মা আরো নিখুঁত হয় বৈচিত্র্যে
কোকিলস্বরে,
বসন্ত-পৃথিবীর অনন্ত পেরিয়ে,
আত্মা আর মৃত্যুর সংলাপে...
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh