Logo
×

Follow Us

রাজনীতি

নয়াপল্টনে গণঅবস্থানের অনুমতি পেল বিএনপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ২০:০৫

নয়াপল্টনে গণঅবস্থানের অনুমতি পেল বিএনপি

বিএনপির লোগো। ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচির অনুমতি পেয়েছে বিএনপি। পূর্বের ঘোষণা অনুসারে আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) দলটি এই কর্মসূচি পালন করবে।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে দলটিকে গণঅবস্থানের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এর আগে গতকাল সোমবার (৯ জানুয়ারি) বিএনপির পক্ষ থেকে অবস্থান কর্মসূচি জন্য অনুমতি চায় দলটি।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিলের সমাবেশে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন।

এদিকে কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দিয়েছে বিএনপি। প্রতিটি সাংগঠনিক বিভাগে ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবকে দলনেতা করা হয়েছে। সাংগঠনিক সম্পাদকরা সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫