Logo
×

Follow Us

রাজনীতি

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা আহ্বান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০৮:৫০

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা আহ্বান

আওয়ামী লীগের লোগো। ছবি: ফাইল

একাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের ষষ্ঠ সভা আহ্বান করা হয়েছে। যা আগামীকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ৮টায় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

সভায় আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আওয়ামী লীগ দলীয় এমপিদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫