বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছরের জানুয়ারিতে তাদের সঙ্গে আমাদের ফাইনাল খেলা হবে।
আজ রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে অফিসার্স ক্লাবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আপনারা একটু বিপদে আছেন, আমরাও বিপদে আছি। জিনিসপত্রের দাম একটু বেড়ে গেছে। মুদ্রাস্ফীতি বেড়ে গেছে। সাধারণ মানুষ, অল্প আয়ের মানুষ কষ্ট পাচ্ছে, এ কথা সত্য কিন্তু এ সংকট আমরা সৃষ্টি করিনি। সংকট সৃষ্টি করেছে বড় বড় দেশগুলো। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, সঙ্গে নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা।
তিনি বলেন, আমরা সমন্বয় করতে বাধ্য হচ্ছি। সারা দুনিয়ায় বাড়লে, সমন্বয় না করলে আমরা কী করবো? আমাদের মূল উদ্দেশ্য দেশের মানুষকে বাঁচাতে হবে। বড় বড় উন্নয়নের কাজ আমরা নির্বাচনের আগে আর নিব না। যেগুলো চলছে সেগুলো চলবে। মানুষকে বাঁচাতে হলে অর্থনীতিকে বাঁচাতে হবে। আর অর্থনীতিকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। আপনাদের স্বার্থেই শেখ হাসিনাকে দরকার।
বিএনপির আন্দোলনের প্রসঙ্গে টেনে ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর কী হলো? ঘোড়ার ডিম। ৩০ ডিসেম্বর ২৩ দলের ২৩টি ঘোড়ার ডিম। ১১ জানুয়ারি ৫৪ দলের ৫৪টি অশ্বডিম্ব।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টির আদর্শের সঙ্গে আমাদের মিল নেই, মিল থাকার কথাও না কিন্তু জাতীয় পার্টির সঙ্গে আমাদের কৌশলগত মিত্রতা আছে। মহাজোট করে আমরা নির্বাচন করেছি। জোট-মহাজোট এগুলো লাগে। বিরোধী দল তো ৫৪টি করে ফেলেছে, আরো কত যোগ হয় আল্লাহ জানেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কচুপাতার ওপর ভোরের শিশির বিন্দু নয় যে, টোকা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগ ভিত এ দেশের মাটি আর মানুষের অন্তরে। হৃদয়ে যে নেতা, তাকে হাঁকডাক দিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দেবেন সেটা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়।
