‘দেশকে গর্ত থেকে উদ্ধার করেছিলেন প্রেসিডেন্ট জিয়া’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ২৩:০৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ফ্রন্টলাইনে থেকেছেন বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষের সংকটময় সময়ে শহীদ জিয়া দেশের দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নিয়ে তিনি দেশের রূপান্তর সংস্কার করেছেন। স্বাধীনতার পরে বাকশাল ও লুটপাটের মাধ্যমে আওয়ামী লীগ দেশকে যে গর্তে ফেলেছিলেন প্রেসিডেন্ট জিয়া দেশকে সেই গর্ত থেকে উদ্ধার করেছিলেন।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এদিন আমীর খসরু বলেন, নির্বাচন কমিশনারের বাড়িতেও যদি সিসিটিভি ক্যামেরা লাগানো হয় তবুও দেশের জনগণ ভোট হবে এ কথা বিশ্বাস করবে না।
তিনি বলেন, অবৈধ সরকার উন্নয়নের নামে বুলি উড়াচ্ছে। দেশের টাকা লুটপাট করে পাচার করার পর নতুন করে ৫০ হাজার কোটি টাকার নোট ছাপিয়েছে। মেগা প্রকল্পের নামে সব লুটপাট করা হয়েছে। রিজার্ভ লুটে খেয়েছে এই সরকার। তাই দেশকে বাঁচাতে হলে তারেক জিয়ার নেতৃত্বে এই বাকশালীদের হটাতে হবে।
তিনি আরো বলেন, একটা দেশ থেকে ১০ লাখ কোটি টাকা লুটপাট হওয়ার পর আর কী থাকে। আওয়ামী লীগের রাজনীতি বিভক্তির রাজনীতি। তারা দেশকে বিভক্ত করতে চায়।