খালেদা জিয়া রাজনীতিতে কখন আসবেন, জানালেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪০

খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতি ইস্যুতে মুখ খুললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সরকারের মন্ত্রীদের সমালোচনা করে বলেন, খালেদা জিয়ার যখন রাজনীতি করা দরকার, তিনি তখন রাজনীতি করবেন। তিনি ও তার দল এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আপনাদের আগবাড়িয়ে কথা বলার প্রয়োজন নেই।
মির্জা ফখরুল বলেন, মন্ত্রীরা একেকজন একেক কথা বলছে। খালেদা জিয়াকে নিয়ে তাদের হঠাৎ দরদের উদ্দেশ্য ভালো না। তারা দেশের মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নিতে চায়।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় সভায় এ কথা বলেন তিনি।
অবিলম্বে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবি করে ফখরুল বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাবন্দি করে রাখা হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ।
নির্যাতন করেই সরকার টিকে আছে বলে এসময় উল্লেখ করেন বিএনপি মহাসচিব জানিয়েছেন, বিএনপির লক্ষ্য সরকারের পদত্যাগ। বিএনপি সত্যের পক্ষে আছে বলেই বারবার নির্যাতনের শিকার হয়েছে। ক্ষমতায় থাকার জন্য নির্যাতনই ক্ষমতাসীনদের হাতিয়ার।
আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামের মোড়লদের চেয়েও খারাপ- এমন মন্তব্য করে ফখরুল বলেন, তারা পুলিশ, ডিবি ব্যবহার করে বিরোধীদল দমন করছে। এভাবে চলতে থাকলে আগামীতেও এই বাহিনীগুলো দিয়ে বিরোধীদের ওপর অত্যাচার করতে পারে।
মির্জা ফখরুল বামনেতাদের সমালোচনা করে বলেন, মন্ত্রিত্ব দেয় নাই বলে বাম দলের কিছু বড় নেতারা এখন সরকারের ওপর নাখোশ। ভাগবাটোয়ারায় সমস্যা হওয়ায় তারা এখন একটু কথা বলছে, তারা আওয়ামী লীগের চাইতেও খারাপ।