একই দিনে বিএনপি-আ.লীগের কর্মসূচি ঘিরে রাজনীতিতে উত্তাপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ২৩:৪২

আওয়ামী লীগ ও বিএনপির দলীয় লোগো। ছবি: সংগৃহীত
দেশের থানায় থানায় বিএনপির পদযাত্রা কর্মসূচির জবাবে আ.লীগের পাল্টা শান্তি সমাবেশকে কেন্দ্র করে আবারো রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। যা সংঘাতের রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি রাজধানীসহ শহরাঞ্চলে দুই দলের কর্মসূচির ফলে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ।
জানা যায়, শনিবার (৪ মার্চ) দেশের থানায় থানায় পদযাত্রা করবে বিএনপিসহ সরকারবিরোধী সমমনা রাজনৈতিক জোট ও দলগুলো। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে জোট ও দলগুলোর এটি অষ্টম কর্মসূচি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ কর্মসূচি পালনে বড় ধরনের মহড়ার প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে।
অন্যদিকে রাজধানীতে শান্তি সমাবেশের কর্মসূচি দিয়ে ব্যাপক মহড়া দেওয়ার প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একই সঙ্গে দেশের অন্য মহানগরেও এই কর্মসূচি পালন করবে দলটি। সেখানে নগর ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। মহানগরের থানায় থানায় পদযাত্রা কর্মসূচির নামে বিএনপি বিশৃঙ্খলা তৈরি করতে পারে—দাবি করে তা মোকাবিলায় এ কর্মসূচি পালন করা হবে বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন। তবে তা পাল্টাপাল্টি কর্মসূচি নয় বলে দাবি ক্ষমতাসীন দলটির নেতাদের।
শুক্রবার (৩ মার্চ) বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবারের পদযাত্রা কর্মসূচি সফল করা আহ্বান জানিয়ে বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত জনগণ। নির্দলীয় সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, জনগণ হতে দেবে না।
বিএনপির পক্ষ থেকে জানা গেছে, প্রত্যেক থানায় কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দুপুরের পর একযোগে রাজধানীর ৫০ থানায় এ পদযাত্রা শুরু করবেন নেতাকর্মীরা। ঢাকা মহানগরের পদযাত্রায় উত্তরা পূর্ব থানায় নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পল্লবীতে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গুলশানে ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ, কাফরুলে চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, দক্ষিণখান থানায় জয়নুল আবদিন ফারুক।
এ ছাড়া দক্ষিণের যাত্রাবাড়ীতে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, শাহবাগে মির্জা আব্বাস, বংশালে গয়েশ্বর চন্দ্র রায়, শাহাজানপুরে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ড. ফরহাদ হালিম ডোনার চকবাজারের পদযাত্রায় নেতৃত্ব দেবেন।
এ ছাড়া মহানগর উত্তর ও দক্ষিণের অন্যান্য থানায়ও কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে প্রত্যেক থানায় দুপুর ২টা থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিকেল ৩টা থেকে এ পদযাত্রা শুরু হবে। কর্মসূচি সফল করতে বিগত কয়েক দিন ধরে ঢাকা মহানগর ছাড়াও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছেন।
জানা গেছে, সারা দেশে ১৩টি মহানগরের অন্তর্গত ৯৯ থানা এবং আট স্থানে এ পদযাত্রা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা মহানগর উত্তরে ২৬ থানায়, দক্ষিণে ২৪, নারায়ণগঞ্জে ৩, গাজীপুরে ৮, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ৪, খুলনায় ৫, বরিশালে ৩, রংপুরে ৬ ও সিলেট মহানগরের ৫ থানায় পালন করা হবে এ কর্মসূচি।
ফরিদপুর, কুমিল্লা ও ময়মনসিংহ তিন মহানগরে থানা না থাকায় বিভিন্ন ওয়ার্ড মিলে আট স্থানে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের কমপক্ষে ২ কিলোমিটার পথ অতিক্রমের নির্দেশনা রয়েছে।
এদিকে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী সমমনা জোট আলাদাভাবে ঢাকায় পদযাত্রা করবে। সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ সমাবেশ করে কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁ পর্যন্ত পদযাত্রা করবে। বিকেল ৩টায় এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়সহ রাজধানীর আরো ৩টি স্থানে পদযাত্রা করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এলডিপির নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবেন দলটির নেতা-কর্মীরা। ১২ দলীয় জোট সকাল ১১টায় বিজয়নগরে পানির ট্যাংকের কাছে সমাবেশ করে পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, কালভার্ট সড়ক হয়ে বিজয়নগরে পানি ট্যাংক পর্যন্ত পদযাত্রা করবে।
জাতীয়তাবাদী সমমনা জোটের নেতা-কর্মীরা সকাল ১১টায় বিজয় নগরে আল-রাজী কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ঘুরে কাকরাইলে মোড় পর্যন্ত পদযাত্রা করবে।
সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট সকাল ১১টায় পুরানা পল্টনে মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত পদযাত্রা করবে।
এদিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে। এই সমাবেশগুলোতে দলটির কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। শুক্রবার (৩ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংসদীয় আসন ঢাকা-৪ শ্যামপুর-কদমতলীর সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, ঢাকা-৫ যাত্রাবাড়ী ডেমরায় আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, ঢাকা-৬ ওয়ারী, গেন্ডারিয়া, সূত্রাপুর সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা-৭ লালবাগ, চকবাজার, কোতোয়ালি, বংশাল সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা-৮ মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুর সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ঢাকা-৯ মুগদা, সবুজবাগ, খিলগাঁও, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, ঢাকা-১০ কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট ধানমন্ডি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস অংশ নেবেন।
ঢাকা উত্তর আওয়ামী লীগ আয়োজিত মিরপুর-১ নম্বর গোল চত্বরের সমাবেশে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদপুর টাউন হলে সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, উত্তরায় সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মধ্য বাড্ডা ইউলুপে আয়োজিত সমাবেশে অ্যাডভোকেট কামরুল ইসলাম উপস্থিত থাকবেন।