Logo
×

Follow Us

রাজনীতি

বিএনপি নেতাকর্মীদের যোদ্ধা হতে বললেন নিপুণ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ১৮:২০

বিএনপি নেতাকর্মীদের যোদ্ধা হতে বললেন নিপুণ

পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখছেন নিপুণ রায় চৌধুরী। ছবি: সংগৃহীত

চলমান সরকারবিরোধী যুগপৎ আন্দোলন সফল করতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে যোদ্ধা হতে হবে বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

আজ শনিবার (৪ মার্চ) রাজধানীর খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুলের সামনে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশে এই আহ্বান জানান।

এই সমাবেশে খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজি ফজলুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য শাহীনুর রহমান মারফত প্রমুখ।

সমাবেশ শেষে খিলক্ষেত থানা বিএনপির উদ্যোগে সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা এবং বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে পদযাত্রা কর্মসূচি বের করে। দুই কিলোমিটার অতিক্রম করে খিলক্ষেত নামাপাড়া পানির ট্যাঙ্কি গিয়ে পদযাত্রা কর্মসূচি শেষ করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫