Logo
×

Follow Us

রাজনীতি

সরকারই এখন দেশের সবচেয়ে বড় সংকট: মোশাররফ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ২০:০৪

সরকারই এখন দেশের সবচেয়ে বড় সংকট: মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি

সরকারকেই এখন দেশের সবচেয়ে বড় সংকট উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ক্ষমতায় টিকে থাকার জন্য গেলো ১৪ বছরে হিটলারি কায়দায় নিপীড়ন করে রোল মডেল তৈরি করেছে আওয়ামী লীগ সরকার।

আজ সোমবার (১৩ মার্চ) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জিয়া পরিষদ আয়োজিত ‘মৃত্যুকুপে ধাবমান বাংলাদেশ-২’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এই সরকার চাপাবাজি ও গায়ের জোড়ে ক্ষমতায় টিকে আছে। অভিযোগ করে তিনি বলেন, বিএনপির ৬’শর বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে। এছাড়া এক লাখের উপর মিথ্যা মামলা দেয়া হয়েছে নেতাকর্মীদের নামে।

তিনি আরও বলেন, গুম, গ্রেপ্তার, হামলা-মামলা করে বিএনপির আন্দোলন দমানোর চেষ্টা করছে সরকার। কিন্তু এসব করে সরকারের কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া বিএনপিকে ছাড়া নির্বাচন করলে সেটা অংশগ্রহণমূলক হবে না বলেও জানান খন্দকার মোশাররফ হোসেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫